জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতার মামলায় মহাদান ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া বাজার এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মহাদান গ্রামের শওকত আলী চাঁন মুন্সির পুত্র বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মহাদান ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ২ অক্টোবর ২০২৪ তারিখে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-০১)। ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় সেঙ্গুয়া বাজার এলাকায় কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া বলেন, “তিনি (মাহবুবুর রহমান) নাশকতার মামলার একজন সন্দিগ্ধ আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।” তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর