সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সোনারগাঁয়ে বিএনপি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠান শোক ও দোয়ার আয়োজন করে।
এদিন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে উপজেলার মেঘনা বিএনপি কার্যালয়ে কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়।
এছাড়া জিয়ানগর জমিরিয়া শামসুল উলুম মাদরাসা ও মাদরাসাতুন নূর আল ইসলামিয়া, রীভা গ্রন্থাগার, আলহেরা ইসলামি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সংকল্প সামাজিক সংগঠন, চিৎ-প্রকর্ষ সাহিত্য সংগঠন, কোরআনখানী ও দোয়ার আয়োজন করে। দোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।
মাদরাসাতুন নূর আল ইসলামিয়ার দোয়ার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা তাজুল ইসলাম। এসময় সমাজ সেবক ফরিদ হোসেন, মাদরাসার প্রতিষ্ঠাতা ও ভাইস-প্রিন্সিপাল মোঃ বাহাউল হক, শিক্ষক হাফেজ মোঃ আমান উল্লাহ, মাওলানা হাসান আহমাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর