রাজশাহীর কাছে হারের পর নোয়াখালীর বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছিল সিলেট টাইটান্স। নিজেদের তৃতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছে তারা। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ঢাকাকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে মিরাজ-আফিফরা। ২৪ বলে ফিফটি করে অপরাজিত ছিলেন ওমারজাই।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সিলেট। ৭ বলে ১১ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন রনি তালুকদার। অপর প্রান্ত থেকে সাইম আইয়ুব ব্যাট চালাতে থাকলেও ৬ রান করে ক্যাচ আউট হন মিরাজ।
ইনিংস লম্বা করতে পারেননি সাইম আইয়ুবও। ৩৪ বলে ২৯ রান করে ফেরেন তিনি। অন্যদিকে অল্পের জন্য ফিফটি তুলতে পারেননি পারভেজ ইমন। ৩২ বলে ৪৪ রান করে ফেরেন এই তরুণ ব্যাটার। ১১ বলে ১৩ রান করে তাকে সঙ্গ দেন আফিফ হোসেন।
এরপর দলের হাল ধরেন ইথান ব্রুকস ও আজমতুল্লাহ ওমারজাই। দুজনের মারকুটে ব্যাটিংয়ে ভর করে ১৯তম ওভারে ১৫০ রানের কোটা পার করে সিলেট। শেষ পর্যন্ত ব্রুকসের ৬ বলে ১৩ রান এবং ওমারজাইয়ের ২৪ বলে ঝড়ো ফিফটিতে ১৭৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় সিলেট।
ঢাকা ক্যাপিটালসের হয়ে ২ উইকেট শিকার করেন সালমান মির্জা। এ ছাড়াও নাসির হোসেন, সাইফ হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর