নতুন বছর ২০২৬ সালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবলে একটি ব্যস্ত ও চ্যালেঞ্জিং সময় পার করতে যাচ্ছে। বছরের শুরুতে শিরোপার লড়াই দিয়ে বছর শুরু করবে লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন দল, এবং বছরের মাঝামাঝি সময়ে বিশ্বকাপের মিশনে নামবে আলবিসেলেস্তেরা।
বছরের প্রথম বড় ম্যাচ হবে ফিনালিসিমা, যেখানে ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের। এই ম্যাচটি ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মার্চ উইন্ডোতে এই গুরুত্বপূর্ণ ম্যাচের কারণে আর্জেন্টিনার অন্য কোনো প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নেই।
এরপর জুন মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে, জুনের প্রথম সপ্তাহে একটি আন্তর্জাতিক বিরতি থাকলেও আর্জেন্টিনার শেষ প্রস্তুতির সময় এবং প্রতিপক্ষ বা ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’-তে। যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তবে রাউন্ড অব ৩২-এর ম্যাচ অনুষ্ঠিত হবে মায়ামিতে। সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল (স্পেন, উরুগুয়ে, সৌদি আরব বা কেপ ভার্দে গ্রুপের কোনো দল)। অন্যদিকে, গ্রুপে দ্বিতীয় বা সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে উঠলে ফিফার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রতিপক্ষ নির্ধারিত হবে।
বিশ্বকাপ শেষ হওয়ার পর সেপ্টেম্বর মাসে আবার মাঠে ফিরবে আর্জেন্টিনা। এছাড়া বছরের শেষ ফিফা উইন্ডোতে (৯ থেকে ১৭ নভেম্বর) আরও চারটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে, তবে এই ম্যাচগুলোর তারিখ ও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত করা হয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) দ্বারা।
সাজু/নিএ
সর্বশেষ খবর