কৃষি গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ সামনে রেখে পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিশেষ বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কর্তৃপক্ষ।
শুক্রবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তার লক্ষ্যে এই বিশেষ বাস সার্ভিস চালু থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার দিন সকাল ১১টা, দুপুর ১২টা এবং দুপুর ১টায় তিন দফায় বিশেষ বাস চলাচল করবে। ময়মনসিংহ শহরের দিঘারকান্দা বাইপাস মোড় ও কেওয়াটখালী বাইপাস এলাকা থেকে বাসগুলো বাকৃবি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এ সময় স-১১-০০৫০ ও স-১১-০০৫১ নম্বরের বাস নির্ধারিত রুটে চলবে।
পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের শহরে ফিরিয়ে নিতে বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড এলাকা থেকে বিশেষ বাস ছাড়বে। ফেরার পথে স-১১-০০৫০, স-১১-০০৫১ ও স-১১-০০৫৩ নম্বরের বাস দিঘারকান্দা বাইপাস মোড় এবং কেওয়াটখালী বাইপাসের উদ্দেশ্যে যাত্রা করবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ বাস সার্ভিসের আয়োজন করা হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর