বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ শেষে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি বলেন, অনেকেই জীবনের কোনো এক পর্যায়ে পরিবার কিংবা সন্তানের জন্য আপস করতে বাধ্য হন। কিন্তু বেগম খালেদা জিয়া ছিলেন ব্যতিক্রম। তিনি জীবনের কোনো পর্যায়ে অন্যায়ের সঙ্গে আপস করেননি।
ট্রেজারার আরও বলেন, ইসলামে অন্যায়ের প্রতিবাদ করার নির্দেশনা রয়েছে, সক্ষম হলে শক্তি দিয়ে, তা না পারলে ভাষায়, আর তাও সম্ভব না হলে অন্তরে ঘৃণা করার মাধ্যমে। বেগম খালেদা জিয়া নিজের সামর্থ্য, মেধা ও দৃঢ় অবস্থান দিয়ে আজীবন অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আপসহীন থেকেছেন। আমরা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করি এবং জান্নাত নসিবের দোয়া করি।
মিলাদ ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ. এফ. এম. আরিফুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর