নেত্রকোণা জেলার খালিয়াজুরী থানার জাহেদ আলী হত্যা মামলার আসামি মোঃ মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের চৌকস টিম। সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।
শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১২টা ১১ মিনিটে র্যাব-১৪ এই তথ্য নিশ্চিত করেছে।
এজাহারের বিবরণ অনুযায়ী, নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে মোঃ হাফিজ উল্লাহ্ বাদী হয়ে খালিয়াজুরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামি মোঃ মিজানুর রহমানসহ এজাহারভুক্ত অন্যান্য আসামিরা নিকটাত্মীয় ও প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল।
গত ২১ নভেম্বর ২০২৫ তারিখে, বাদীর বাবা ভিকটিম জাহেদ আলী জমিতে বীজ রোপণ করতে গেলে পূর্বশত্রুতার জেরে গ্রেপ্তারকৃত আসামি ও এজাহারনামীয় অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাবা ও ভাইসহ তাকে পিটিয়ে এবং সুলফি দিয়ে ঘাই মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে ভিকটিম জাহেদ আলী (৬০) মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় বাদী নেত্রকোণা জেলার খালিয়াজুরী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল গ্রেপ্তারকৃত আসামির অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে র্যাব-১, উত্তরা, ঢাকা'র সহায়তায় জিএমপি গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড মেডিলাইফ ডায়াগনস্টিকের সামনের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর