চলমান শৈতপ্রবাহে দরিদ্র অসহায় মানুষের শীত নিবারনের লক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছ।
শুক্রবার (২ জানুয়ারি) বেলা বারোটার দিকে উপজেলার নন্নী ইউনিয়নে তৈয়বুল হক মাহমুদা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়। এতে ১২৫ জনের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৈয়বুল হক মাহমুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনজুরুল হক, নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি রহুল আমিন, ইউনাইটেড ফর হিউমিনিটির সাধারণ সম্পাদক সাদ আল জুনাইদ, নন্নী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মতিন ও রক্তসৈনিক নালিতাবাড়ীর কার্যকরী সভাপতি খোরশেদ রাব্বি প্রমুখ।
এ সময় তৈয়বুল হক মাহমুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনজুরুল হক বলেন, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া তিনি সামর্থবানদের উদ্দেশ্য করে আরো বলেন, আসুন আমরা সবাই এই শীতে দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাড়াই।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর