হালুয়াঘাটে কনকনে শীত আর ঘন কুয়াশার মধ্যেও থেমে নেই কৃষিশ্রমিকরা। ভোরের আলো ফোটার আগেই মাঠে নামছেন তারা। শীতের তীব্রতা উপেক্ষা করে জমিতে আলু, গম, ভুট্টা,সরিষা ও সবজি চাষের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন শ্রমজীবী মানুষগুলো।
সকালের দিকে তাপমাত্রা কম থাকায় মাঠে কাজ করা বেশ কষ্টসাধ্য হয়ে উঠলেও জীবিকার তাগিদে কাজ চালিয়ে যাচ্ছেন কৃষিশ্রমিকরা। অনেককে দেখা যায় মোটা কাপড়, চাদর বা কাঁথা গায়ে জড়িয়ে কাজ করতে। কেউ কেউ খড় জ্বালিয়ে শরীর গরম করে আবার কাজে ফিরছেন।
উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, শীতের সকালে কুয়াশায় ঢেকে থাকা মাঠে শ্রমিকরা দল বেঁধে কাজে নেমেছেন। কেউ আলু ও শাকসবজি তুলছেন, কেউ জমি প্রস্তুত করছেন আসন্ন বোরো মৌসুমের জন্য।
শ্রমিক মুজিবুর রহমান জানান, শীত অনেক বেশি, হাত-পা শক্ত হয়ে যায়। তবুও কাজ না করলে সংসার চলবে না। তাই কষ্ট করেই মাঠে নামতে হয়।
আরেক শ্রমিক বলেন, দিনে কাজ করলে যে টাকা পাওয়া যায়, সে টাকা দিয়ে আমাদের সংসার চলে।
কৃষক হেকিম মিয়া বলেন , শীতকালীন ফসল ঘরে তুলতে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করা যাচ্ছে।
স্থানীয়দের মতে, শীত মোকাবিলায় কৃষিশ্রমিকদের জন্য গরম কাপড় ও প্রয়োজনীয় সহায়তা বাড়ানো গেলে তাদের কষ্ট কিছুটা লাঘব হতো।
তবুও প্রতিকূলতা জয় করে জীবিকার সংগ্রামে অবিচল থাকা হালুয়াঘাটের কৃষিশ্রমিকরা এখনো গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি হয়ে মাঠে কাজ করে যাচ্ছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর