জয়পুরহাটের পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় পৌর শহরের প্রাণকেন্দ্র তিনমাথায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহরুল আলম তরফদার রুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রব বুলু, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, সদস্য সচিব মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাপু। পাঁচবিবি উপজেলার ১৪০ জন মুক্তিযোদ্ধার মাঝে ওই কম্বল বিতরণ করা হয়।
অন্যান্য উপজেলার মুক্তিযোদ্ধাদের আগামী সপ্তাহে এই কম্বল বিতরণ করা হবে বলে জানান জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহরুল আলম তরফদার রুকু।
মাসুম/সাএ
সর্বশেষ খবর