পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রান্তিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। শনিবার তেঁতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নুর এন্ড নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড় দেখা যায়।
মেডিকেল ক্যাম্পে মোট ১৩ জন অভিজ্ঞ চিকিৎসক সেবা দেন। তাঁদের মধ্যে ছিলেন মেডিসিন, হৃদরোগ, অর্থোপেডিক, চর্ম ও যৌন রোগ, প্রসূতি ও স্ত্রী রোগ এবং মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ। সাধারণ জ্বর-সর্দি থেকে শুরু করে দীর্ঘদিনের জটিল রোগে ভোগা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে প্রায় ছয় শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এ ছাড়া রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আর্থিক অসচ্ছলতার কারণে নিয়মিত চিকিৎসা নিতে না পারা মানুষের জন্য এই ক্যাম্প গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করেছে। চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, স্বল্প সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন। তাঁদের প্রত্যাশা, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজন করা হলে গ্রামের সাধারণ মানুষ আরও বেশি উপকার পাবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর