ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুরে দুটি সংসদীয় আসনে যাচাই-বাছাইয়ে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
দাখিলকৃত মনোনয়নপত্রে ত্রুটি থাকায়, মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ত্রুটি সংশোধনের জন্য বিকেল ৪টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।
মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসন থেকে প্রয়োজনীয় এক শতাংশ ভোটার সমর্থন ও ফরম পরিপূর্ণ না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সোহেল রানা ও স্বতন্ত্র প্রার্থী মাহবুবর রহমানের।
এছাড়াও দলীয় মনোনয়ন না থাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিলকৃতরা আপিল করবেন বলে জানিয়েছেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর