বগুড়া - ৪ (কাহালু - নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেনের মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়া জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরেই আলহাজ্ব মোশারফ হোসেন ও ড. মোস্তফা ফয়সাল পারভেজ নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। বগুড়া- ৪ আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল।
বাঁকি তিন বৈধ প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল ফারুক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুহা. ইদ্রিস আলী।
সাজু/নিএ
সর্বশেষ খবর