গাজীপুরের কালীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে পৃথক দুটি ঘটনায় দুই রাজনৈতিক দলের প্রতিনিধিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৩ জানুয়ারি) উপজেলার বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণা ও সভার ক্ষেত্রে নির্ধারিত বিধিমালা অমান্য করে ‘উঠান বৈঠক’ আয়োজন করায় ‘জনতার দল’-এর একজন প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের বিলবোর্ড বা পোস্টার লাগানো নিষিদ্ধ থাকলেও, তা অমান্য করে নির্বাচনী বিলবোর্ড স্থাপন করায় বিএনপির একজন প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ২৭(খ) বিধি মোতাবেক এই জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, “নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন বদ্ধপরিকর। আইনের ব্যত্যয় ঘটিয়ে কেউ আগাম প্রচারণা বা নিয়মবহির্ভূত সভা-সমাবেশ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বেঞ্চ সহকারী মো. আল আমিন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনী তফশিল ঘোষণার পর থেকে প্রার্থীরা যাতে সমান সুযোগ পান এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই এই তদারকি চালানো হচ্ছে।
উল্লেখ্য, প্রতীক বরাদ্দের আগে দেয়াল লিখন, পোস্টার টাঙানো বা বড় ধরনের শোডাউন করা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযানের ফলে প্রার্থীরা নির্বাচনী আইন মানতে উৎসাহিত হবেন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী দিনগুলোতেও নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। নিয়ম ভাঙলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর