শরীয়তপুরের জাজিরায় এবার অভিযান চালিয়ে বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারিকান্দি এলাকা থেকে ৪টি বালতি ভর্তি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে সংঘর্ষকবলিত ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ককটেলগুলো বিস্ফোরিত হলে এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। এর আগে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ওই এলাকায় দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং একজন যুবক বোমার আঘাতে হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে চার বালতি ভর্তি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ্ আহম্মেদ বলেন, সংঘর্ষের পর এলাকায় তল্লাশি চালিয়ে চার বালতি ককটেল উদ্ধার করা হয়েছে। এটি বড় ধরনের নাশকতা হতে পারত। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর