টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে না খেলার বিষয়ে বাংলাদেশের অনুরোধ মেনে নিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সে ক্ষেত্রে ভারত থেকে সরে গিয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ দলের ম্যাচগুলো। সম্ভাবনাটি ক্রমেই জোরালো হচ্ছে। এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারত থেকে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও বিবৃতিতে কোন দেশে ম্যাচ আয়োজন চাওয়া হয়েছে, তা স্পষ্ট করা হয়নি, তবে বোর্ড সংশ্লিষ্টদের আগ্রহ শ্রীলঙ্কার দিকেই। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, শ্রীলঙ্কার কোনো একটি স্টেডিয়ামে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে।
রোববার আইসিসির দপ্তর বন্ধ থাকায় এদিন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সোমবার বা মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে হওয়ার কথা ছিল। এর মধ্যে তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার সূচি ছিল।
বিসিবি জানিয়েছে, রোববার দুপুরে বোর্ড পরিচালকদের এক জরুরি বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া ঘটনাবলি ও ভারতের বর্তমান পরিবেশ বিবেচনায় নিয়ে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পরিচালকেরা।
বর্তমান পরিস্থিতিতে এবং ভারত সফরগামী বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে—জাতীয় দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। সেই সিদ্ধান্তের কথা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, শুরুতে বিসিবির অধিকাংশ পরিচালক কঠোর অবস্থান নিতে রাজি ছিলেন না। তবে সরকারের সরাসরি হস্তক্ষেপের পর তাঁরা মত পরিবর্তন করেন। বিশ্বকাপ দল ঘোষণার পরই পরিচালকদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন, “ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি বিসিবিকে জানিয়েছি—যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে পুরো দল নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ নয়।” তিনি আরও জানান, আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখতে এবং বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতেও বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, “সিদ্ধান্ত হয়ে গেছে। শিগগিরই বিজ্ঞপ্তি দিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করা হবে।”
এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ সামাজিক মাধ্যমে আবারও লেখেন, “বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ—আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর