গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে উগ্রপন্থীদের হুমকি ও ‘উদ্ভূত পরিস্থিতি’র কথা উল্লেখ করে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে—পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও নিলামে দলে নেওয়ার পর মোস্তাফিজকে বাদ দেওয়া হলে তিনি কি তার চুক্তির অর্থ পাবেন? ক্রিকেট বিশ্লেষকদের মতে, সাধারণ পরিস্থিতিতে মোস্তাফিজ অন্য কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পেতেন। সে হিসেবে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার দাবি যৌক্তিক হলেও বাস্তবতা ভিন্ন।
আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো ফ্র্যাঞ্চাইজি যে মূল্যে কোনো ক্রিকেটারকে কেনে, সেই পুরো অর্থ দেওয়ার বাধ্যবাধকতা থাকে। প্রতিযোগিতা শুরুর আগে মোট চুক্তিমূল্যের ১৫ শতাংশ অগ্রিম দেওয়ার নিয়ম রয়েছে। সে হিসেবে মোস্তাফিজের পাওয়ার কথা ছিল প্রায় ১ কোটি ৩৮ লাখ রুপি। এছাড়া দলে নেওয়ার পর কোনো ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি নিজ উদ্যোগে বাদ দিলে বা চোটের কারণে ছিটকে গেলেও পুরো অর্থ পাওয়ার কথা।
কিন্তু মোস্তাফিজের ক্ষেত্রে এসব নিয়ম কার্যকর হচ্ছে না। কারণ কেকেআর নিজ উদ্যোগে তাকে বাদ দেয়নি; বিসিসিআইয়ের নির্দেশেই তাকে দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটিও কোনো চোট, ফিটনেস সমস্যা বা শৃঙ্খলাভঙ্গের কারণে নয়। বিসিসিআই জানিয়েছে, চারপাশের উদ্ভূত পরিস্থিতির কারণে তাকে আইপিএলে খেলতে দেওয়া সম্ভব নয়।
সংবাদসংস্থা পিটিআইকে আইপিএলের এক কর্মকর্তা জানিয়েছেন, আইপিএলের সব ক্রিকেটারের বেতন বিমার আওতায় থাকে। তবে সেই বিমা কার্যকর হয় মূলত প্রতিযোগিতা চলাকালীন বা শিবিরে যোগ দেওয়ার পর চোট পেলে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে বিমা থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ দেওয়া হয়। কিন্তু বর্তমান বিমা কাঠামো অনুযায়ী মোস্তাফিজের পরিস্থিতি বিমা দাবির আওতায় পড়ে না। ফলে কেকেআর তাকে কোনো অর্থ দিতে বাধ্য নয়।
এই অবস্থায় মোস্তাফিজ যদি ক্ষতিপূরণ চান, তাহলে তার সামনে একমাত্র পথ হতে পারে আইনি লড়াই। তবে আইপিএল যেহেতু ভারতের অভ্যন্তরীণ প্রতিযোগিতা এবং ভারতীয় আইনের আওতাভুক্ত, তাই একজন বিদেশি ক্রিকেটারের পক্ষে সেখানে মামলা করা জটিল ও দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। আন্তর্জাতিক ক্রীড়া সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির আদালত ‘কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস’-এ যাওয়ার সুযোগ থাকলেও সেখান থেকে ফল পাওয়ার নিশ্চয়তা নেই।
সব মিলিয়ে, ফিট থাকা সত্ত্বেও আইপিএল থেকে বাদ পড়ে মোস্তাফিজুর রহমান বড় একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের পাশাপাশি উল্লেখযোগ্য আর্থিক সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর