ঋণখেলাপি হওয়ায় প্রাথমিকভাবে প্রশ্নের মুখে পড়লেও উচ্চ আদালতের স্থগিতাদেশে চট্টগ্রামের ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র শেষ পর্যন্ত বৈধতা পেয়েছে। এদের মধ্যে পাঁচজন বিএনপির মনোনীত এবং একজন স্বতন্ত্র প্রার্থী।
বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) প্রতিবেদনে খেলাপি হিসেবে চিহ্নিত মোট ৩১ জন প্রার্থীর ক্ষেত্রে আদালতের আদেশ বিবেচনায় নিয়ে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাতিল না করে বৈধ ঘোষণা করেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে খেলাপি হলেও আদালতের নির্দেশনায় তারা প্রাথমিক বাছাইয়ে টিকে যান।
আদালতের স্থগিতাদেশে সুবিধা পাওয়া এই ৩১ জনের মধ্যে বিএনপির প্রার্থী রয়েছেন ১৫ জন। চট্টগ্রাম অঞ্চলে বিএনপির যেসব প্রার্থী এ সুবিধা পেয়েছেন তারা হলেন—চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের গোলাম আকবর খোন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মিশকাতুল ইসলাম চৌধুরী।
এ ছাড়া চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম ফজলুল হকও ঋণখেলাপি হয়েও মনোনয়ন বহাল রাখতে সক্ষম হয়েছেন।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে ২ হাজার ৫৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে শুধুমাত্র ঋণখেলাপির অভিযোগে ৮২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৮ জন, বিএনপির তিনজন এবং জামায়াতের দুইজন রয়েছেন। পাশাপাশি জাতীয় পার্টি, সিপিবি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েকজন প্রার্থীর মনোনয়নও বাতিল হয়েছে।
সিআইবির তথ্যের আলোকে নির্বাচন কমিশন ঋণখেলাপি প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। অন্যান্য ত্রুটিসহ মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল হলেও ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত দেশের ৬৯টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ বাছাই কার্যক্রম চলে।
রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ রাখা হয়েছে।
প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ঋণখেলাপি ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। এমনকি সংশোধিত আরপিও অনুসারে নির্বাচিত হওয়ার পর কোনো সংসদ সদস্যের ঋণখেলাপির প্রমাণ মিললে তার সংসদ সদস্য পদও বাতিল হতে পারে।
নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর