ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে রেড ড্রাগন সাইবার সিকিউরিটি টিম অফিসিয়াল (R.D.C.S)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এ সময় টিমের সিইও মো. আশিকসহ তরুণ প্রযুক্তিবিদ ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান ডিজিটাল যুগে সাইবার হামলা, তথ্য চুরি, ফিশিং ও অনলাইন প্রতারণার ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই R.D.C.S-এর প্রধান লক্ষ্য।
সংগঠনটির সদস্যরা গুগল কোর্সেরা সার্টিফিকেট, সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন সার্টিফিকেট, অনলাইন হয়রানি সমাধান সংক্রান্ত প্রশিক্ষণ, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ সনদ এবং গুগলের সেরা দক্ষতা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় স্বীকৃতি অর্জন করেছেন বলে জানানো হয়।
R.D.C.S-এর কার্যক্রমের মধ্যে রয়েছে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ প্রদান, নৈতিক হ্যাকিং বিষয়ে দিকনির্দেশনা, অনলাইন নিরাপত্তা বিষয়ক গবেষণা, সাইবার অপরাধ শনাক্তকরণে সহায়তা এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা।
সংগঠনটির প্রতিষ্ঠাতারা জানান, প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ ডিজিটাল সমাজ গড়ে তুলতে তারা কাজ করে যেতে চান। পাশাপাশি সাইবার অপরাধের শিকার ব্যক্তিরা যেন ন্যায্য বিচার পান,সে লক্ষ্যে সহায়তা করাও তাদের অন্যতম উদ্দেশ্য।
উল্লেখ্য, ২০২০ সাল থেকে রেড ড্রাগন সাইবার সিকিউরিটি টিম অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে আসছে। টিমের নেতৃত্বে রয়েছেন মো. আব্দুল্লাহ, মো. মিজানুর, মো. রবিন ও মো. আশিক। অনলাইনে যেকোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন R.D.C.S সাইবার সিকিউরিটি টিমের সাথে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর