রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রিফাতুল হক।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পাংশা প্রেসক্লাবের অন্তর্ভুক্ত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মত বিনিময়কালে ইউএনও মোঃ রিফাতুল হক বলেন, পাংশা উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন।
এ সময় পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্নাহ, যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, সদস্য সচিব জাকির হোসেনসহ পাংশা প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর