রাজবাড়ীয় পাংশায় চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দিলিপ স্টোর নামে এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৫টায় পাংশা পৌর শহরের টেম্পু স্টান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক বলেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে ২০১০’ পাংশা টেম্পু স্ট্যান্ড এলাকায় দিলিপ স্টোর কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে পাংশা শহরের অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে কোথাও চটের বস্তার সংকট নেই। পর্যাপ্ত চটের বস্তা রয়েছে। কিন্তু অনেক স্থানে দুই টাকা কম-বেশির কারণে মিল মালিকরা চটের বস্তা নিচ্ছেন না। অথচ একটা চটের বস্তা ৩-৪ বার ব্যবহার করা যায়। ফলে প্লাস্টিকের বস্তার তুলনায় চটের বস্তার খরচ কম।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর