২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড ঘিরে আলোচনা ও বিশ্লেষণ শুরু হয়ে গেছে। কোচ লিওনেল স্কালোনির চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ২৬ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াডের আভাস দিয়েছে। যেখানে ২০ জন ফুটবলারের জায়গা প্রায় নিশ্চিত হলেও বাকি ৬টি পজিশনের জন্য চলছে কঠিন প্রতিদ্বন্দ্বিতা।
প্রতিবেদন অনুযায়ী, স্কালোনির বিশ্বকাপ পরিকল্পনায় থাকা ২০ জন খেলোয়াড়কে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোলপোস্টের নিচে প্রথম পছন্দ হিসেবে থাকছেন এমিলিয়ানো ‘ডিবু’ মার্টিনেজ। তাঁর ব্যাকআপ হিসেবে স্কোয়াডে জায়গা নিশ্চিত জেরোনিমো রুল্লির।
রক্ষণভাগে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি ও ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে থাকছেন লিসান্দ্রো মার্টিনেজ এবং নিকোলাস তালিয়াফিকো। এই চারজনকে রক্ষণভাগের মূল ভরসা হিসেবে বিবেচনা করছেন স্কালোনি।
মিডফিল্ডে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের অভিজ্ঞতার পাশাপাশি তরুণ প্রতিভা নিকোলাস পাজের অন্তর্ভুক্তিও প্রায় নিশ্চিত বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
আক্রমণভাগে যথারীতি অধিনায়ক লিওনেল মেসিকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাচ্ছেন স্কালোনি। তাঁর সঙ্গে বিশ্বস্ত সঙ্গী হিসেবে থাকছেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।
তবে বাকি ৬টি পজিশনের জন্য প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। তৃতীয় গোলরক্ষক হিসেবে ওয়াল্টার বেনিতেজ এগিয়ে থাকলেও রক্ষণভাগে হুয়ান ফয়েথ ও উদীয়মান প্রতিভা ভালেন্তিন বার্কোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
মিডফিল্ডে ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং আক্রমণভাগে হোসে ম্যানুয়েল লোপেজের অন্তর্ভুক্তির সম্ভাবনাও বেশ জোরালো। তবে বড় ক্লাবে খেললেও ধারাবাহিকতার অভাবে আলেহান্দ্রো গারনাচোর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া এখনো অনিশ্চিত।
সম্ভাব্য স্কোয়াডের সবচেয়ে বড় চমক হতে পারে পাউলো দিবালার অনুপস্থিতি। চোট ও অফ-ফর্মের কারণে আপাতত স্কালোনির জাতীয় দল পরিকল্পনায় নেই এই তারকা ফরোয়ার্ড। একই কারণে মাতিয়াস সুলে ও আলান ভারেলাকেও বিবেচনায় রাখা হয়নি। যদিও বিশ্বকাপের আগে খেলোয়াড়দের ফর্ম ও চোট পরিস্থিতির ওপর ভিত্তি করে স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকছে।
২০২৬ বিশ্বকাপে ‘গ্রুপ জে’-তে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপপর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। বিশ্বচ্যাম্পিয়নদের মিশন শুরু হবে আগামী ১৬ জুন, কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৭ জুন একই ভেন্যুতে জর্ডানের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর