শেরপুরের নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ৯ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর ধর্ষক ইসলাম উদ্দিনের ফাঁসির দাবিতে প্রায় ঘন্টাব্যাপী সময় মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন আলেম-উলামা পরিষদের আয়োজনে পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মোড়ে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
এরআগে গত সোমবার (৫ জানুয়ারি) উপজেলার একই ইউনিয়নের দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মৃত শমশের আলীর পুত্র ফেরিওয়ালা ইসলাম উদ্দিন (৫৫) নিজ গৃহে ডেকে নিয়ে ওই কন্যা শিশুকে কসমেটিক্স ও নগদ অর্থ দেওয়ার প্রলোভনে দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষিতা কন্যাশিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে ঘটনা জানালে স্বজনরা প্রথমে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। ধর্ষণের ফলে অতিরিক্ত রক্ষক্ষরণের কারনে অবস্থার অবনতি হলে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই দরিদ্র অসহায় বাবার কন্যাশিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। শিশুর জবানবন্দিতে এই ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষক ইসলাম উদ্দিনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে শিশুর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি মো. আশরাফুজ্জান। ধর্ষক ইসলাম উদ্দিন সেও বর্তমানে জেল হাজতে রয়েছে।
এদিকে, এই ঘটনায় ধর্ষক ইসলাম উদ্দিনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শুক্রবার নামাজের পর এলাকাবাসী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মোড়ে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক দরবেশ আলীর সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফাতেমা জান্নাত মহিলা মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুর রশিদ, শিক্ষক জাহাঙ্গীর আলম, আহাম্মদ আলী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মুফতি মাজাহারুল ইসলাম প্রমুখ। পরে অসুস্থ্য মেয়েটির চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা উত্তোলণের পর ধর্ষক ইসলাম উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
কুশল/সাএ
সর্বশেষ খবর