শেরপুরের নালিতাবাড়ীতে বেপরোয়া অটোরিকশার চাপায় আরিয়ান হাসান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজ এলাকায় শেরপুর–নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান হাসান উপজেলার পশ্চিম কাপাশিয়া গ্রামের মেহেদী হাসানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আরিয়ান তার মা অন্তরার সঙ্গে গোল্লারপাড় এলাকায় খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল। বটগাইচ্ছা ব্রিজ এলাকায় অটোরিকশা থেকে নামার সময় মায়ের হাত ধরে থাকলেও হঠাৎ একটি দ্রুতগতির অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আরিয়ানকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা মুমু তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর