ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পুকুর থেকে হারিছ মিয়া (৪৩) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধারপাড়া গ্রামের আব্দুর রউফের মালিকানাধীন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লাশ উদ্ধারের সময় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সহায়তায় আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত হারিছ মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের নোয়াবাদ গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে পুকুরের পানিতে একটি লাশ ভাসতে দেখে তারা পুকুর থেকে মরদেহটি তুলে আনেন এবং সঙ্গে সঙ্গে ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে হারিছ মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি শুক্রবার (৯ জানুয়ারি) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
ওসি আরও জানান,লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার কিশোরগঞ্জ থেকে ঈশ্বরগঞ্জ থানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা লিখিত অভিযোগ দিলে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর