ফরিদপুরের নগরকান্দায় পাঁচ আ'লীগ নেতা দল থেকে পদত্যাগের পর সংবাদ সম্মেলন করে বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) নগরকান্দায় আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন। তাঁরা হলেন নগরকান্দা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পান্নু, উপজেলা কৃষকলীগের সভাপতি জিন্নাহ সরদার, উপজেলা শ্রমীকলীগের সভাপতি ওহিদুজ্জামান (মান্দার), উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. বাকি মিয়া, উপজেলা শ্রমীকলীগের সিন-সহ সভাপতি জামিউল ইসলাম জামিল।
সংবাদ সম্মেলনে তাঁরা জানান, বিগত দিনে আওয়ামীলীগ থেকে অবমূল্যায়ন ও বিভিন্ন অনিয়মের কারণে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করলেন। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে নগরকান্দা-সালথা তথা ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষে সার্বক্ষণিক কাজ করার ও ঘোষণা দেন তাঁরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর