রাজবাড়ীর কালুখালী উপজেলার পাতুরিয়া রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ক্যাম্পাসে পাতুরিয়া ও আশপাশের এলাকার দরিদ্র অসহায় তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জাহিদুল ইসলাম, রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক আবু সোলায়মান, ফাউন্ডেশনের সদস্য ডা. গোলাম নবী, আমজাদ হোসেন মাস্টার, আড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত এনজিও কর্মকর্তা রফিকুল ইসলাম, ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আলমগীর হোসেন প্রমুখ।
রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
*রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ২৭ শিক্ষার্থী পবিস প্রশিক্ষণে*
রাজবাড়ীর কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামে অবস্থিত রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ২৭ শিক্ষার্থী মাসব্যাপী রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে প্রশিক্ষণ গ্রহণ শুরু করেছে। বুধবার রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির তৃতীয় তলায় সম্মেলন কক্ষে মাসব্যাপী পবিস বিতরণ ব্যবস্থার সহিত পরিচিতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম আহম্মদ। রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক আবু সোলায়মানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) ইঞ্জিনিয়ার মো. হাসানুল বান্না, ফাউন্ডেশনের সদস্য ডা. গোলাম নবী।
বিশেষ অতিথির বক্তব্যে হাসানুল বান্না বলেন, প্রত্যন্ত গ্রামের মধ্যে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনটি সত্যি গর্ব করার মতো। এমন প্রতিষ্ঠান এ জেলায় নয়, আমার মনে হয় দেশের মধ্যে অনন্য একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে-কলমে প্রকৃত কারিগরি শিক্ষায় গড়ে উঠছে। আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে তারা আরও বেশি সমৃদ্ধ হবে বলে আমি মনে করি। রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জাহিদুল ইসলাম একজন মহৎ ব্যক্তি, তিনি এলাকার উন্নয়নে কাজ করছেন। শিক্ষার পাশাপাশি ফাউন্ডেশনটি কর্মসংস্থানের জন্যও কাজ করে যাচ্ছে।
তাছাড়া বিভিন্ন সময় এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রী, শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষা বৃত্তি নিয়মিত দিয়ে আসছেন। আগামীতে একটি মা ও শিশু হাসপাতাল, স্কুল করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল ইসলাম বলে জানান ব্যবস্থাপক আবু সোলায়মান। খোঁজ নিয়ে জানা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতির পাশেই ২৭ শিক্ষার্থীর থাকা ও খাওয়ার সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর