রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের বেজপাড়া বাজারে বেজপাড়া সপ্তগ্রাম ঈদগা গোরস্তান হাফিজা মাদ্রাসা, ইসলামি কিন্ডারগার্টেন ও মসজিদ কমিটির উদ্যোগে স্থানীয় শত শত মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মসজিদ-মাদ্রাসা সংলগ্ন স্থানে মুরগির খামার স্থাপন করায় এলাকাবাসীর আয়োজনে দ্রুত সময়ের মধ্যে খামারটি অপসারণের দাবিতে এবং পরিবেশ রক্ষায় তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বেজপাড়া সপ্তগ্রাম ঈদগা গোরস্তান হাফিজা মাদ্রাসা মসজিদ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল মালেক বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মো: সাইদুল রহমান শাহীন, সিনিয়র সহসভাপতি আমদ আলী, জিন্নাত আলী মাস্টার, শহিদুল ইসলাম বাবু, রেজা, নজরুল ইসলাম মাস্টার, ইউপি সদস্য নাজমুল প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি থেকে আগামী ৭ দিনের আলটিমেটাম দেওয়া হয়। এর মধ্যে ওই জায়গা থেকে মুরগির খামার অপসারণ না করা হলে ৭ গ্রামের মানুষ কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, বেজপাড়া গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে পুলিশে কর্মরত হাসান আলী জমি ক্রয় করে সেখানে মুরগির খামার নির্মাণ করছেন।
উল্লেখ্য, বেজপাড়া সপ্তগ্রাম ঈদগা গোরস্তান হাফিজা মাদ্রাসা মসজিদ দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সেখানে ধর্মীয় অনুভূতি ও আবেগের জায়গা রয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে ৭ গ্রামের কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর