বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে হারের পর প্রধান কোচ জাবি আলনসোর সঙ্গে চুক্তি শেষ করল রিয়াল মাদ্রিদ। ক্লাবটি জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘রিয়াল মাদ্রিদ সিএফ ঘোষণা করছে যে ক্লাব ও জাবি আলনসোর মধ্যে পারস্পরিক সমঝোতায় প্রথম দলের প্রধান কোচ হিসেবে তার দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘জাবি আলনসো সব সময় মাদ্রিদিস্তাদের ভালোবাসা ও সম্মান পাবেন। কারণ তিনি রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি। তিনি সব সময় আমাদের ক্লাবের মূল্যবোধ তুলে ধরেছেন। রিয়াল মাদ্রিদ সব সময় তার ঘর হয়ে থাকবে।’
ক্লাবটি আলনসো ও তার কোচিং স্টাফদের কাজের প্রশংসা করেছে। বিবৃতিতে বলা হয়, ‘এই সময়ে তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য ক্লাব জাবি আলনসো এবং তার পুরো কোচিং স্টাফকে ধন্যবাদ জানায়। তাদের জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হচ্ছে।’

এল ক্লাসিকোতে হারের পর থেকেই আলনসোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সেই আলোচনা বাস্তব রূপ পেল। রিয়াল মাদ্রিদ এখন নতুন কোচের পথে হাঁটতে যাচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর