যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের দাবিকে নাকচ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতে খেলতে গেলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি রয়েছে—এমন কোনো চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়া হয়নি বলে এক সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
আজ ভারতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাফুফে ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ নজরুল। তিনি দাবি করেন, নিরাপত্তা ইস্যুতে আইসিসি বাংলাদেশকে তিনটি উদ্বেগের কথা উল্লেখ করে একটি চিঠি দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী—
প্রথমত, বাংলাদেশ দলে মোস্তাফিজুর রহমান থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।
দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করলে সমস্যা হতে পারে।
তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, দলের নিরাপত্তা ঝুঁকিও তত বাড়বে।
আসিফ নজরুলের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
তবে বিষয়টি নিয়ে আইসিসি জানিয়েছে, নিরাপত্তা ইস্যুতে তারা বাংলাদেশকে কোনো চিঠি দেয়নি। ইন্ডিয়া টুডে–কে দেওয়া তথ্য অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক আইসিসির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বিসিবিকে নিরাপত্তা শঙ্কা সংক্রান্ত কোনো চিঠি পাঠানো হয়নি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের অনুরোধ নিয়েও আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি।
এদিকে বিসিবিও এক বিবৃতিতে জানিয়েছে, আইসিসির কাছ থেকে তারা ভেন্যু পরিবর্তন সংক্রান্ত কোনো চিঠি পায়নি।
বিবৃতিতে বিসিবি উল্লেখ করেছে, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যে চিঠির কথা বলেছেন, সেটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন নিয়ে বিসিবি ও আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে হওয়া একটি অভ্যন্তরীণ যোগাযোগ। এটি ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের বিষয়ে বিসিবির অনুরোধের ওপর আইসিসির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়। এ বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বিসিবি।’
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোও নিশ্চিত করেছে এ রকম কোনো কিছুই নাকি বলা হয়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর