নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার আসামি হারুনুর রশিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বেগমগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নিহত আবু বকর ছিদ্দিক জামালের বড় ছেলে শিহাব উদ্দিন, মেজো ছেলে ফয়সাল উদ্দিন, ভাগিনা মোহাম্মদ ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা মো. সুজনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। তারা হত্যাকারীর দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান।
জানা গেছে, গত ৩০ ডিসেম্বর ২০২৫ সকালে জমি নিয়ে বিরোধের জেরে আবু বকর ছিদ্দিককে তার বসতঘরের সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামি হারুনুর রশিদ পলাতক ছিলেন। ঘটনার ১২ দিন পর প্রধান আসামি হারুনুর রশিদকে গ্রেপ্তার করে র্যাব। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
নিহতের পরিবার জানায়, আবু বকর ছিদ্দিক ও তার ছোট ভাই হারুনুর রশিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও ধানক্ষেত চাষ নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বাড়ির গেটের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে হারুনুর রশিদ দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবু বকর ছিদ্দিককে গুরুতর জখম করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর