হালুয়াঘাট উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইমাম ও খতিবদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ইমাম ও খতিব সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)
জান্নাত,উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক,হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলম,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম ও খতিব সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর