ঢাকা-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হকের প্রার্থিতা পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আদালতের দেওয়া রায়ের মাধ্যমে তার প্রার্থিতা বৈধতা পায়।
এর আগে বিভিন্ন জটিলতার কথা উল্লেখ করে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা কর্নেল হকের মনোনয়ন বাতিল করেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত রিটের শুনানি শেষে তার প্রার্থিতা পুনর্বহালের নির্দেশ দেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কর্নেল (অব.) আব্দুল হক বলেন, তিনি আইন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থাশীল। ঢাকা-২ আসনের ভোটারদের অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এদিকে ঢাকা-২ আসনের জামায়াতের স্থানীয় নেতারা বলেন, আদালতের এই সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করেছে। তারা আশা প্রকাশ করেন, কর্নেল হকের নেতৃত্বে দলটি নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশ নিতে পারবে।
আদালতের রায়ের পর ঢাকা-২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টরা।
উল্লেখ্য কেরানীগঞ্জের সাতটি ও সাভারের তিনটি ইউনিয়ন নিয়ে ঢাকা-২ আসন গঠিত।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর