রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা। এইদিন রাজধানীর বেশ কয়েকটি স্থানে দাবি পূরণে সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছেন, ওই শিক্ষার্থীরা। এবার রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। আগামী ১৫ জানুয়ারি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা রয়েছে উল্লেখ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ এর অনুমোদন দেওয়ার পাশাপাশি চূড়ান্ত অধ্যাদেশ জারি করার দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদকৃত খসড়ার অনুমোদন দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির, এক দফা দাবিতে আগামী বুধবার অর্থাৎ ১৪ জানুয়ারি, সকাল ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করা হবে।’
এতে আরও বলা হ, ওই তারিখের মধ্যে দাবি বাস্তবায়নের ব্যত্যয় হলে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি আদায়ের অভিপ্রায়ে কর্মসূচি চলমান থাকবে।
এর আগে গেল বছরের ১৬ মার্চ কলেজগুলোকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরের ঘোষণা আসে। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত এরই মধ্যে হয়েছে।
মন্ত্রণালয় পক্ষ থেকে বলা হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন কয়েকটি ধাপে ধাপে সম্পন্ন হওয়া আইনগত প্রক্রিয়া। এতে তাড়াহুড়া করলে ভুল হওয়ার ঝুঁকি থাকে। তাই পর্যায়ক্রমে সব কাজ সম্পন্ন করেই অধ্যাদেশ ঘোষণার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং নির্ধারিত নীতিগত প্রক্রিয়াতেই সিদ্ধান্তের দিকে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রসঙ্গত, রাজধানীর সরকারি সাতটি কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। ২০২৪ সালে দেশের পটপরিবর্তনে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর