ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন উপমহাদেশের সব চেয়ে জনপ্রিয় নেত্রী। বেগম খালেদা জিয়া কখনো অন্যায়, অসত্য ও দুর্নীতির সাথে আপোষ করেন নাই। তিনি তার রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকারের জন্য সংগ্রাম করে গেছেন।
শামা ওবায়েদ আরও বলেন, সকল ধর্মের মানুষ শুধুমাত্র বিএনপির কাছেই নিরাপদ। এটা পরিষ্কারভাবে আপনাদের বুঝতে হবে। আর কোনো দল ও মতের কাছে সকল ধর্ম-বর্ণ নির্বীশেষে নিরাপদ না। শুধুমাত্র বিএনপিই পারে সকলকে নিরাপত্তা দিতে। এটা প্রমাণিত। কারণ, ফ্যাসিবাদের পতনের পর দুর্গাপূজা হয়েছে। কোনো অঘটন কিন্তু ঘটে নাই। আমাদের নেতাকর্মীরা পূজামণ্ডপগুলো পাহাড়া দিছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হবে আপনাদের সকলের ভোট। ২০১৮ সালে আওয়ামী লীগের লোকও নৌকায় ভোট দিতে পারে নাই। এখন একটা সুযোগ এসেছে, দলমত নির্বীশেষে সকলের ভোট দেওয়ার।
বিএনপির এই নেত্রী বলেন, আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার সকল মানুষকে আপন করে নিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পর ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে আছি। নির্বাচনের পরেও বাবার মতো আপনাদের পাঁশে থেকে সেবা করে যাবো- ইনশাআল্লাহ্।
উপজেলার পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারন সস্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, নগরকান্দা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কাজী শোয়েবুর রহমান, পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর