আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ২২ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে। যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ প্রশিক্ষণ কার্যক্রমে ৮ লাখের বেশি কর্মকর্তাদের নির্বাচনি প্রশিক্ষণ প্রদান করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
কুশল/সাএ
সর্বশেষ খবর