সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবহন ব্যাবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপির ৩ নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ডে নবীন বরন কাউন্টারের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে শাহজাদপুর থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও রাতভর উত্তেজনা চলে দুই পক্ষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।
সরেজমিনে গেলে নবীন বরন পরিবহনের সত্ত্বাধিকারী ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুথ্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে শাহজাদপুরের পরিবহন ব্যাবসা নিয়ন্ত্রণ করতো প্রভাবশালী আওয়ামীলীগার ও হাসিব পরিবহনের সত্ত্বাধিকারী হারুনর রশীদ। বিগত দিনে আওয়ামী লীগের আশির্বাদপুষ্ট হারুনর রশীদ মোটর মালিক সমিতির নিয়ন্ত্রণ নিয়ে কোনরকম নিয়ম নীতির তোয়াক্কা না করে অনৈতিক সুবিধা নিয়ে ইচ্ছে মতো নিজের গাড়ি বিভিন্ন রুটে চালু করে। সরকার পতনের পর সকল পরিবহন ব্যাবসায়ী ন্যায্য অধিকার চাইলেও অদৃশ্য ক্ষমতাবলে হারুনর রশীদ আগের মতোই নিজের অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। মোটর মালিক সমিতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং মোটর মালিকদের কাউকে কিছু না জানিয়ে নতুন করে শাহজাদপুর থেকে যশোরে গাড়ি চালু করেছে। বিষয়টি নিয়ে মোটর মালিক সমিতি এবং স্থানীয় পরিবহন ব্যাবসায়ীরা প্রতিবাদ করায় হারুনর রশীদ ও তার পোষ্য গুণ্ডারা নবীন বরন কাউন্টারে হামলা চালায়। এসময় শাহজাদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুস সালাম, ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ সাদ্দাম হোসেন, পৌর যুবদলের সদস্য মোঃ মিঠুন, মোঃ মোয়াল্লেমসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে হাসিব পরিবহনের সত্ত্বাধিকারী হারুনর রশীদ জানান, নবীন বরন পরিবহনের সত্ত্বাধিকারী হাজী আইয়ুব আলী ও মোয়াল্লেম যশোর রুটে গাড়ি চালু করতে ৭ লাখ টাকা দাবি করে। এই টাকা না দিয়ে গাড়ি চালু করায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শাহজাদপুর থানার সেকেন্ড অফিসার মোঃ মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর