আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে বহুল আলোচিত চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুরুতেই বড় ধাক্কা খেয়েছে। ভিসা জটিলতায় আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল অর্ধেকে নেমে আসায় আলোচনার শুরুতেই লজিস্টিক বিপর্যয় দেখা দিয়েছে।
আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ আজ শনিবার (১৭ জানুয়ারি) একা ঢাকা সফর করছেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত এক জ্যেষ্ঠ আইসিসি কর্মকর্তার আসার কথা থাকলেও সময়মতো ভিসা না পাওয়ায় তিনি বাংলাদেশে আসতে পারেননি। ভারতীয় ওই কর্মকর্তার ভিসা না পাওয়ার ঘটনাকে বাংলাদেশ ও ভারতের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের শীতলতার প্রতিফলন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য বিসিবি ও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ জানিয়েছে। সহকর্মীর অনুপস্থিতিতে আলোচনার পুরো দায়িত্ব এখন এফগ্রেভের ওপরই পড়েছে। ব্রিটিশ পুলিশের সাবেক এই কর্মকর্তা ভারতীয় মাটিতে বাংলাদেশি খেলোয়াড়দের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।
আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহেরও কম সময় বাকি। এ সময়ের মধ্যে সমঝোতায় পৌঁছানো না গেলে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা তৈরি হতে পারে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর