ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার ‘নো হ্যান্ডশেক’ দেখা গেল বাংলাদেশ-ভারত ম্যাচেও। আজ বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় হাত মেলাননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে। তাঁরা একে অপরকে এড়িয়ে গেছেন।
কোন দলের সিদ্ধান্তে হাত মেলানোর রীতি মানা হয়নি তা স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচে ভারতই তা বারবার এড়িয়ে গেছে।
বৃষ্টির কারণে দেরিতে টস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম উপস্থিত থাকলেও টস করতে আসেন সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। তিনি টস জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন, বুলাওয়ের উইকেটের আর্দ্রতা কাজে লাগানোর কথা উল্লেখ করে। ফলে ভারত প্রথমে ব্যাট করতে নামে।
টসের আনুষ্ঠানিক আলোচনায় দুই অধিনায়ক পিচ ও কৌশল নিয়ে স্বাভাবিকভাবেই কথা বলেন। তবে করমর্দন না করার বিষয়টি সবার নজর কাড়ে। ক্রিকেটে এটি বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক উত্তেজনার কারণে এমন ঘটনা দেখা গেছে—বিশেষ করে ভারত–পাকিস্তান ম্যাচগুলোতে।
এবার সেই রেশ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আইপিএল ইস্যু, নিরাপত্তা উদ্বেগ এবং ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে ভারত ও বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের মধ্যে মতবিরোধ দুই দেশের সম্পর্ককে উত্তপ্ত করে তুলেছে।
টসের পর জাওয়াদ আবরার বলেন, “উইকেট স্যাঁতসেঁতে দেখাচ্ছে। প্রথম ১০–১৫ ওভারে বোলাররা সুবিধা পাবে বলে আমরা আগে বোলিং নিয়েছি। আমাদের প্রস্তুতি ভালো এবং আজ দলে দুই অলরাউন্ডার আছে।”
ভারত অধিনায়ক আয়ুশ মাত্রে বলেন, “আমরাও আগে বোলিং নিতে চেয়েছিলাম, কিন্তু সমস্যা নেই। লক্ষ্য বড় না হলে আমরা স্বাচ্ছন্দ্যে তাড়া করতে পারব। আজ দলে কোনো পরিবর্তন নেই।”
এই ম্যাচ কেবল ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতাই নয়, দুই দেশের বর্তমান সম্পর্কের প্রতিচ্ছবিও হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর