গাজীপুর-৪, কাপাসিয়া আসনে নেতৃত্বশূন্য আওয়ামী লীগের প্রায় ৪'শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঘিঘাট গ্রামে ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত তিনবারের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে বিএনপিকে সমর্থন জানিয়েছেন। এসময় স্থানীয় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ শতস্ফুর্ত ভাবে উপস্থিত ছিলেন।
উপস্থিত আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের চার শতাধিক নেতাকর্মী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতি আস্থা রাখেন ও পূর্ণ সমর্থন জানান।
স্থানীয় ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে সাহাদাতুজ্জামান মুন্নার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে দলীয় নেতাকর্মীদের আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বিজয় আমাদের সুনিশ্চিত। দল সরকার গঠন করলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সমর্থন প্রদানকারী নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সমর্থন জানানো সমাজের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আমাদের অর্জিত স্বাধীনতা নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। তাই দেশ বিরোধী চক্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে বিগত দিনের প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে।
এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল বাতেনের বাড়ি আঙ্গিনায় আয়োজিত মিলাদ মাহফিল ও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার, বিএনপি নেতা সাব্বির আহমেদ, খালেদ হোসেন খান, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মোল্লা মেম্বার, উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক দীলিপ, যুবদল নেতা মোস্তাক আহমেদ, পরাগ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিবলু আলম সোহেল প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর