ইসলাম ধর্ম নিয়ে রসিকতা, কুরুচিপূর্ণ বক্তব্য এবং ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় শহরের থানা মোড়ে ‘কুষ্টিয়ার সর্বস্তরের তৌহিদী জনতা ও সচেতন ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ’-এর ব্যানারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন,প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও ইসলাম ধর্ম নিয়ে রসিকতা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামি বক্তারা মুফতি আমির হামজার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
এসময় মানববন্ধনে কুষ্টিয়া পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কোকোর নাম বিকৃত করে আমির হামজার দেওয়া বক্তব্যের ২৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ ভাইরাল হলে তা ফেসবুকে টক অফ দা টাউনে পরিণত হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর প্রতিবাদ জানান।
এদিকে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ আমির হামজার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদে জেলা বিএনপির পক্ষে কুতুব উদ্দিন আহমেদ তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফেসবুকে একটি ভিডিও দেখলাম, মুফতি আমির হামজা তার বক্তব্যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশমাতা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে একটা ইতর প্রাণির সাথে তুলনা করা হয়েছে, যেটাতে আমাদেরকে ব্যথিত ও সংক্ষুদ্ধ করেছে।
এরূপ অশালীন, কাণ্ডজ্ঞানহীন ভাষার ব্যবহার একজন ইসলামী বক্তার নিকট থেকে কোনভাবেই প্রত্যাশা করা যায় না। সভ্যতার সীমা অতিক্রম করে আমির হামজা সাহেবের বর্ণিত বক্তব্যের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। আমরা মনে করি তাঁর বক্তব্য উস্কানিমূলক ও চক্রান্ত মুলক। যেটা আসন্ন নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার শামিল। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশন সহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশাকরি প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর