তারেক রহমানই হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। তাঁর হাতকে শক্তিশালী করতে পারলে দেশ শক্তিশালী হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর সভাপতি এ এম এম বাহাউদ্দীন, শনিবার (১৭ জানুয়ারি) বিকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া কংশেরকুল দরবার শরিফ এর বড় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বাহাউদ্দীন আরও বলেন, দেশের উন্নয়নের জন্য সঠিক নেতা দরকার। এমন নেতা দরকার, শক্তিশালী সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ হলেও এ দেশের ইসলামী চেতনা কোনো রাজনৈতিক দল বা একক সংগঠনের অবদান নয়—এটি যুগে যুগে আগত আল্লাহর ওলিদের দোয়া ও ত্যাগের ফল। দেশের বিপুল সম্পদ থাকা সত্ত্বেও গভীর অর্থনৈতিক সংকট এবং উগ্রপন্থীদের কর্মকাণ্ডে সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এই দেশের জমিনকে মুসলমানের দেশ বানিয়েছে আল্লাহর ওলিরা। কিন্তু আজ কিছু উগ্রপন্থী মাজার ভাঙছে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিচ্ছে। এগুলো ইসলামের শিক্ষা নয়। আমরা চাই শান্তিপূর্ণ বাংলাদেশ। বক্তব্যে আরও বলেন, ইসলামী মূল্যবোধ ও চেতনা অক্ষুণ্ন রেখে বাংলাদেশে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের বড় সুযোগ রয়েছে। তবে এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতৃত্ব। বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের সঠিক নেতা দরকার। শক্তিশালী সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর