বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল বেগবান করার লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের পাংশা পৌর শাখার জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারী) রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী তরুন দলের সভাপতি রিফাত বিন আসাদ ও সাধারণ সম্পাদক তুরান আহসান টুটুল স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দিয়েছেন।
পাংশা পৌর তরুন দলের সভাপতি করা হয়েছে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজার ছেলে হাসিবুর রহমান অন্তরকে সাধারণ সম্পাদক করা হয়েছে মো : জনি বিশ্বাসকে।
এ ছাড়া পৌর তরুন দলের কমিটির সিনিয়র সহ সভাপতি পারভেজ আহম্মেদ রাসেল, সহ- সভাপতি রবিন শেখ, ইমরান মোরশেদ লিমন, কাজী আব্দুল্লাহ আসিফ, রিপন শেখ আমিন, এনামুল।
সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ সাগর,যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম নাহিদ, মানিক হাসান, আব্দুর রহিম, জুবায়ের হোসেন জন, সিয়াম হাসান।
সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন বায়েজিদসহ ৪১ সদস্য বিশিষ্ট পৌরসভা তরুন দলের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নব নির্বাচিত পৌর তরুন দলের সভাপতি হাসিবুর রহমান অন্তর বলেন আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী, আগামী নির্বাচনে আমাদের পৌর তরুন দলের নেতা কর্মীরা সম্মিলিত প্রচেষ্টায় ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে কাজ করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার উপর অর্পিত দায়িত্ব আমি যেন সঠিক ভাবে পালন করতে পারি।
কমিটির অনুমোদন অনুষ্ঠানে জেলা ও পাংশা উপজেলা তরুন দলের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর