ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন আজ। এদিন সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয়।
আজ প্রায় অর্ধশত আপিল শুনানির সিদ্ধান্ত নেবে কমিশন। গত আট দিনে ৩৯৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং চারজনের প্রার্থিতা বাতিল হয়েছে।
৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিল ১৮৪২ জন (আপিলে বাদ চারজন)। এরপর বাছাইয়ে বাদ পড়া ৭২৩ জনের মধ্যে ৫-৯ জানুয়ারি ৬৪৫ জন আপিল করেছেন।
১০-১৭ জানুয়ারি টানা আট দিনে আপিলে ৩৯৬ জন প্রার্থিতা ফিরে পাওয়ায় এখন পর্যন্ত বৈধ প্রার্থী দাঁড়াল ২ হাজার ২৩৬ জন। অবশ্য পাবনা-১ ও পাবনা-২ নির্বাচনের আগে বৈধ হওয়া ১১ জন প্রার্থী এ তালিকা থেকে বাদ যাবেন।
আজ সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে ৬১১ থেকে ৬৪৫ ও অপেক্ষমাণ আপিলের শুনানি হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর