ময়মনসিংহের ভালুকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সার্বক্ষণিক টহল ও অভিযান জোরদার করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান পরিস্থিতি সার্বিকভাবে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ। এ প্রেক্ষিতে সকল নাগরিককে প্রচলিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক সেবন ও ব্যবসা, অনুমোদনহীন বা লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনা, ট্রাফিক আইন অমান্য করে যত্রতত্র অটো, সিএনজি বা অন্যান্য যানবাহন পার্কিং করে জনচলাচলে বাঁধা সৃষ্টি, সড়ক ও সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, অন্যের জমি দখল, অবৈধভাবে মাটি কাটা, পেশিশক্তি প্রদর্শন করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান-এসব কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।
উল্লিখিত অপরাধ দমনে যৌথ বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান চলমান রয়েছে। এ সময় অপরাধীদের এসব কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় চলমান এই কার্যক্রমে সাধারণ জনগণের সহযোগিতা একান্তভাবে কাম্য। শান্তিপূর্ণ ও নিরাপদ ভালুকা গড়ে তুলতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর