সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন আমির হামজা। এ নিয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
পোস্টে আমির হামজা লেখেন, তিনি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত এবং আল্লাহর ওপর ভরসা রাখেন। একই সঙ্গে তিনি তার সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানান, তার অনুপস্থিতিতে কুষ্টিয়ায় ‘ইনসাফ কায়েমের’ যে আন্দোলন শুরু হয়েছে, তা যেন অব্যাহত রাখা হয়।

এ ছাড়া নিজের তিন কন্যা সন্তানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, তার অনুপস্থিতিতে যেন কেউ তাদের দিকে খেয়াল রাখে।
ফেসবুকে দেওয়া এই পোস্ট ঘিরে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর