পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে দুই নারীর পোড়া লাশের সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশের ধারণা, ওই দুই মরদেহ নারী। এঘটনায় প্রাথমিকভাব জিজ্ঞাসাবাদের জন্য সম্রাট নামের একজনকে আটক করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভিতরে ওই দুই মরদেহের সন্ধান পায় পুলিশ। পরে বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সম্রাট, তিনি পৌর কমিউনিটি সেন্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশেই দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করতেন বলে জানা গেছে৷ তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রথমে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। পরে ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পুড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাশ দুইটি পুড়ে দেওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি খুঁতিয়ে দেখা হচ্ছে বলে জানান জানান পুলিশের ওই কর্মকর্তা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম বলেন, দুই পোড়া লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সম্রাট নামের একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়, ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ, আর ১৯ ডিসেম্বর পরিত্যক্ত ওই পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া ওই তিন মরদেহের পরিচয় আজ পর্যন্ত সনাক্ত করতে পারে নি পুলিশ। সর্বশেষ আজ একই স্থান থেকে দুই মরদেহ উদ্ধার করে পুলিশ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর