পঞ্চগড়ের বোদায় ট্রাক্টর দিয়ে হাল চাষের সময় ট্রাক্টরের নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নতুনহাট বটতলি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি হলো অন্তর চন্দ্র বর্মন (১৩)। তার বাড়ি উপজেলার নতুনহাট বটতলি গ্রামে। সে ওই গ্রামের খিরেন্দ্রনাথ বর্মনের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, নতুন হাট বটতলি ভোটাপাড়া গ্রামে তুলেশ চন্দ্র রায়ের জমিতে ভাড়ায় আনা ট্রাক্টর দিয়ে আল আমিন চাষ করছিলেন। এ সময় দুই শিশু শখের বশে আল আমিনের সাথে দুই পাশে ট্রাক্টরে উঠে। এক পর্যায়ে ট্রাক্টর বাঁক নেওয়ার সময় অন্তর ট্রাক্টরের নিচে পড়ে যায়। এতে ট্রাক্টরের হাল দিয়ে ক্ষতবিক্ষত হয়ে অন্তর রক্তাক্ত অবস্থায় ওই জমিতেই মারা যায়। পরে গ্রামবাসী ও শিশুটির পরিবার অন্তরকে উদ্ধার করে এবং মৃত অবস্থায় বাড়িতে নিয়ে যায়।
বোদা থানার ওসি সেলিম মালিক জানান, বটতলি ভোটাপাড়া গ্রামে জমিতে ইঞ্জিনচালিত ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবার। বোদা থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর