দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) সামনে থেকে যাবেনা বলে হুশিয়ারি দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ইসিকে বলেছেন, 'আপনারা যে কথা দিয়েছেন অবশ্যই আজকের দিনের মধ্যে এই বিষয়ে আমরা আমাদের ফলাফল চাই।'
সোমবার(১৯ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচিতে এ হুশিয়ারি দেন তিনি।
এ সময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, 'আমাদের দাবি আদায় করতে যদি সারারাত এখানে অবস্থান করতে হয় আমরা সারারাত অবস্থান করবো। কিন্তু আমরা আজ দাবি আদায় ব্যতীত এখান থেকে ছেড়ে যাবো না।'
তিনি আরো বলেন, 'আমরা যৌক্তিকভাবে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তারা আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করবে বলে গতকাল আশ্বাস দিয়েছে। আমরা আজকে তাদের সেই আশ্বাসের প্রতিফলন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। সেজন্যেই আমরা দ্বিতীয় দিনের মত এখানে ঘেরাও কর্মসূচি পালন করছি।'
ছাত্রদল সভাপতি বলেন, 'আপনাদের প্রতি সম্মান দেখিয়ে গতকাল আমরা ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করেছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত সাড়ে ১৫টি বছর ঢাকার রাজপথে সকল ক্যাম্পাসে ছাত্রদলের পতাকা উঁচু করে ধরে রেখেছিলো। সেহেতু এই কয়েক হাজার নেতাকর্মীদের যদি স্লোগানে স্লোগানে মুখরিত করে তাহলে এই শব্দের প্রকম্পনে আপনাদের ভবন কম্পিত হবে। সেজন্য আমরা নিষেধ করেছিলাম। কিন্তু আজকে যদি আমাদের দাবি আদায়ে আপনাদের সদিচ্ছার প্রকাশ যদি না পায় আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করব। আমরা যেভাবে শুধুমাত্র মূল রাস্তা অবরোধ করছি দাবি আদায়ের জন্যে এই মূল গেট অবরোধ করতে পারি। আপনারা যে কথা দিয়েছেন অবশ্যই আজকের দিনের মধ্যে এই বিষয়ে আমরা আমাদের ফলাফল চাই।'
ছাত্রদলের ৩ দফা দাবি হচ্ছে, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে। বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর