বগুড়ার শেরপুরে আসিফ সিরাজ রব্বানীর সামাজিক উদ্যোগ 'একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট'-এর আয়োজনে গ্লোবাল আউটসোর্সিং বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায় উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ী এলাকায় রুহুল আইটি প্রাঙ্গণে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্টাক্ট সেন্টার (বাক্যো)-এর প্রেসিডেন্ট তানভির ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক ও এস আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ সিরাজ রব্বানী, কর্পোরেট ও টেলিকম ব্যক্তিত্ব এবং গ্লোবাল জিএসএমএ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহবুব চৌধুরি, রুহুল আইটির প্রতিষ্ঠাতা রুহুল আমিন প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, তরুণ সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন। আধুনিক বিশ্বে কর্মসংস্থানের নতুন দিগন্ত হিসেবে ফ্রিল্যান্সিং ও গ্লোবাল আউটসোর্সিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লেখাপড়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং দক্ষতা অর্জনের মাধ্যমে আগামী প্রজন্মকে আত্মনির্ভরশীল হতে হবে।
সেমিনারে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন খাত, অনলাইন মার্কেটপ্লেসে কাজের সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে শেরপুর ও ধুনট উপজেলার তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর